মায়ানমারঃ সামরিক জান্তার বিরুদ্ধে শ্রমিকদের সশস্ত্র বিপ্লবের আহ্বান Share Tweetমায়ানমারে একটি বিপ্লব ঘটছে। সামরিক জান্তার পাশবিক সহিংসতার মুখে জনসাধারণ অসীম সাহস প্রদর্শন করছে। শ্রমিক এবং তরুণ সমাজ আত্মরক্ষায় তৈরি হচ্ছে এবং নিপীড়িত জাতিগোষ্ঠী সংস্থাদের সাথে ঐক্য হচ্ছে। খুনি জান্তাকে গুরিয়ে দিতে এক ঐক্যবদ্ধ শসস্ত্র শ্রমিক সংগ্রাম এবং এক অনবরত হরতাল বর্তমান সময়ের দাবি!মায়ানমারের সামরিক জান্তার নৃশংসতা স্বস্পষ্ট। শনিবার (২৭ মার্চ) ১০০-র একাধিক মানুষকে আন্দোলনে মেরে ফেলা হয়, কয়েক শিশু সহ, উল্লেখযোগ্য একটি ৫ বছরের শিশু। পহেলা ফেব্রুয়ারীর অভুত্থানের পর এই দিনটি সবচাইতে রক্তাক্ত হয়ে দাড়ায়, নিহতদের মোট সংখ্যা দাড়ায় ৪০০-র অধিক। তদবধি সংখ্যা ৫০০-র ঊর্ধ্বে। বহু অংশ-সম্বলিত ভিডিও এবং ছবি দেখায় নিরাপত্তা বাহিনী নির্বিচারে অস্ত্রহীন জনসাধারণের উপর গুলি করে, মানুষের মাথায় এবং পিঠে, এবং এই উপলক্ষে নৃত্য উৎযাপন করে।এই বর্বর সত্যের মুখেও, মায়ানমারের জনগণ, শ্রমিক এবং তরুণ সমাজ, অসীম দৃঢ়তা এবং সাহসিকতা প্রদর্শন করে, সড়কে নেমে পড়ে, আন্দোলনের ঢেউয়ের পর ঢেউয়ে, প্রতিদিন নিজের জীবন বাজি রেখে। “আমাদেরকে মুরগি বা পাখির মতো হত্যা করা হচ্ছে, এমনকি আমাদের নিজ বাসস্থানে,” থু ইয়া যাউ জানান রয়টার্স কে, ম্যিংইয়ানের কেন্দ্রীও শহরের আন্দলনে, যেখানে অন্তত দুজনকে হত্যা করা হয়, “আমরা নির্বিশেষে আন্দোলন করে যাবো। জান্তা ধ্বংস না হওয়া পর্যন্ত আমরা লড়ে যাবো।“জেনেরালরা তাদের অকাট্য দাম্ভিকতা এবং অবজ্ঞতা দেখিয়েছে মায়ানমারের জনগোষ্ঠীর উপর যখন তারা, সেই ম্যাসেকারের একই দিনে, তাদের সামরিক দিবস উপলক্ষে একটি বিলাসবহুল ভোজসভা উৎযাপন করে। সেখানে তারা তাদের সবচেয়ে সুন্দর পোশাক পরিধান করে, দামি খাবার পরিবেশন করে এবং শ্যাম্পেন পান করে, যেখানে অপর প্রান্তে জনসাধারণ রাস্তায় গুলিবিদ্ধ হতে থাকে। এই একই জেনেরালদের অনুভুতিহিনতা ঠিক পরেরদিনই প্রকাশ পায়, যখন নিরাপত্তা কর্মীরা শোখকারীদের উপর হামলা চালায়, যারা কিনা গতদিনের শহিদ আন্দোলনকারীদের মৃত্যুর অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেন।এ সমস্থ ঘটনা চরম এবং ব্যাপক ক্ষোভ প্ররোচিত করে। সাধারণ কর্মজীবীরা, তরুণরা, শ্রমিকরা, জাতিগত সংখ্যালঘুরা, দৈনন্দিন নিজের চোখের সামনে রাস্তায় মানুষ হত্যা হতে দেখছে, এবং শুধু যে শান্তিপূর্ণ আন্দোলন দিয়ে এই ঘৃণিত শাসনব্যাবস্থার পতন ঘটবেনা সে উপলব্ধি ক্রমেই বৃদ্ধি পাচ্ছে।সংখ্যালঘুদের বিরুদ্ধে পাশবিকতা এবং জনগণের দ্বারা প্রতিরোধসংখ্যালঘুদের বিরুদ্ধে সর্বশেষ নৃশংসতা সপ্তাহের শেষের দিকে কারেন রাজ্যের মুত্রাও জেলার সালউইন নদীর কাছে দেখা গিয়েছে। শনিবার রাতে মুত্রাও জেলার দেহও বু নোহ গ্রামে বোমা ফেলা হয়েছিল, যার ফলে গ্রামের ও আশেপাশের স্থায়ীভাবে বসবাসরত ১০,০০০ লোকের মধ্যে কমপক্ষে নয় জন মারা গিয়েছে এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছে। রবিবার সেখানে আরও বোমা ফেলা হয়েছে এবং প্রায় ৩,০০০ গ্রামবাসী থাইল্যান্ডে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছে, যাদেরকে থাই সীমান্ত রক্ষীরা কোনো সাহায্য করেনি, তাদের প্রতি মানবিকতা দেখায়নি।কারেনের লোকেরা কয়েক দশক ধরে স্বরাজের দাবি করে আসছে এবং মিয়ানমার সেনাবাহিনী কতটা নির্মম হতে পারে তা ভাল করেই জানে। কারেন সংখ্যালঘুদের আন্দোলনের নেতৃত্ব কারেন ন্যাশনাল ইউনিয়ন (কেএনইউ) দ্বারা পরিচালিত, যার সশস্ত্র শাখা ক্যারেন ন্যাশনাল লিবারেশন আর্মি রয়েছে। এটি কেন্দ্রীয় সরকার থেকে বৃহত্তর স্বায়ত্তশাসনের জন্য লড়াই করে আসা বেশ কয়েকটি জাতিগত সশস্ত্র সংগঠনের মধ্যে একটি।চীনের উত্তর সীমান্তে কাচিন রাজ্যেও একই রকম পরিস্থিতি বিদ্যমান। এখানে কাচিন ইন্ডিপেন্ডেন্স অর্গানাইজেশন / আর্মি (কেআইও / এ), যা মায়ানমারের অন্যতম গুরুত্বপূর্ণ সশস্ত্র দল, ১৯৯১ সাল থেকে কেন্দ্রীয় রাজ্যে লড়াই করে আসছে এবং সাম্প্রতিক সপ্তাহগুলিতে রাজ্যের চারটি জনপদে প্রায় সশস্ত্র সংঘর্ষ শুরু করেছে। দৈনিক হিসাবে, উত্তর শান স্টেটেও এমনই কিছু ঘটছে।বর্তমানে সশস্ত্র নৃগোষ্ঠী হ’ল মিয়ানমার সেনাবাহিনী ও পুলিশের একমাত্র সামরিক বিকল্প। প্রকৃতপক্ষে, যে জায়গাগুলিতে তারা শক্তিশালী, তারা প্রতিবাদে স্থানীয় জনগণকে রক্ষা করতে তাদের সশস্ত্র ইউনিট ব্যবহার করে চলেছে। ১৪ ই ফেব্রুয়ারি, কেএনইউ আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ আন্দোলনের সমর্থনে বেরিয়ে এসেছে এবং যোগ করেছে যে এটি যে কোনও জাতিগোষ্ঠীরই হোক না কেন তারা সমস্ত প্রতিবাদকারীকে রক্ষা করবে, এবং তখন থেকে এটি প্রতিরক্ষা ইউনিট সরবরাহ করে আসছে যারা প্রতিবাদকারীদের সাথে রাস্তায় নামছে।আমরা দেখতে পাচ্ছি যে সশস্ত্র নৃগোষ্ঠী সংগঠনগুলি কীভাবে খুব আলাদা ভূমিকা গ্রহণ করে, বড় শহরগুলির যুবকরা - প্রধানতঃ বামার সংখ্যাগরিষ্ঠের (জনসংখ্যার ৬৮ শতাংশ) - এই সিদ্ধান্তে আসতে শুরু করেছে যে " শান্তিপূর্ণ প্রতিবাদ” দিয়ে কোন লাভ হচ্ছেনা, এবং যা প্রয়োজন তা হ’ল সামরিক জান্তা উৎখাত করার জন্য একটি সংগঠিত সশস্ত্র প্রতিক্রিয়া, এবং তাদের মধ্যে কিছু সশস্ত্র নৃগোষ্ঠীর দিকে সহায়তা এবং সামরিক প্রশিক্ষণের সন্ধান করছে।দ্য গার্ডিয়ান ২০ মার্চ তার নিবন্ধে জানায়, মিয়ানমারের জান্তার বিরুদ্ধে লড়াইয়ের জন্য ‘জনগণের সেনাবাহিনী’ এর প্রতিরোধের স্বপ্নকে ঘিরে রেখেছে, যুবসমাজ কীভাবে বিপ্লবী সিদ্ধান্তে নেমে আসছে। এটি একজন তরুণ প্রতিবাদকারীকে উদ্ধৃত করেছে যিনি ব্যাখ্যা করেন যে কীভাবে যুবকেরা বন্দুক ব্যবহার করতে শিখতে ইউটিউবে যাচ্ছে এবং তার উদ্ধৃতি দিয়ে বলেছে: “ইয়াঙ্গুন যুদ্ধক্ষেত্রের মতো দেখায়, কেবল এক পক্ষেরই অস্ত্র নেই। এজন্য আমাদের একটি সেনাবাহিনী দরকার। আমাদের একই সাথে প্রশিক্ষণ ও যুদ্ধ করতে হবে; আমাদের আর সময় নেই।“ একই নিবন্ধে উদ্ধৃত এক যুবতী মহিলা বলছেন, “সেনাবাহিনী গঠনের সিদ্ধান্ত নিলে আমি সিআরপিএইচ [পিয়াইডাংসু হাল্টাও প্রতিনিধিত্বকারী কমিটি সমর্থন করব, যদি তারা ক্ষমতাচ্যুত নির্বাচিত সরকারের বৈধ প্রতিনিধি বলে দাবি করে]। আমি আমার স্বামী এবং ভাইকে যোগ দিতে বাধ্য করব, তবে আমার বাচ্চাটির দেখাশোনা করা দরকার।“২০২১ সালের ২৪ শে মার্চ নিউইয়র্ক টাইমসে একটি আকর্ষণীয় প্রতিবেদন প্রকাশিত হয়েছে, (‘আমি আমার দেশকে রক্ষা করব’: মিয়ানমারে, একটি নতুন প্রতিরোধ উত্থান) যা আমাদের কী ঘটছে তার ধারণা দেয়:“মিয়ানমারের সীমান্তবর্তী অঞ্চলে একটি জঙ্গলে সেনাবাহিনী প্রাথমিক প্রশিক্ষণের মাধ্যমে সাঁতার কাটছে। তারা কীভাবে একটি রাইফেল লোড করতে হয়, একটি হ্যান্ড গ্রেনেডের পিন টানতে হয় এবং একটি আগুনের গুলি জমায়েত করতে হয় তা শিখেছে।এই ক্যাডেটরা মিয়ানমারের সেনাবাহিনীর সদস্য নয়, যা গত মাসে ক্ষমতা দখল করেছে এবং দ্রুত দেশের জনগণের উপর যুদ্ধক্ষেত্রের বর্বরতা চাপিয়ে দিয়েছে। পরিবর্তে, তারা শিক্ষার্থী, কর্মী এবং সাধারণ অফিস কর্মীদের একটি সারগ্রাহী বাহিনী যারা বিশ্বাস করে যে লড়াইয়ের বদলে লড়াইই বিশ্বের অন্যতম নির্মম সশস্ত্র বাহিনীকে পরাস্ত করার একমাত্র উপায়।‘আমি সেনাবাহিনীকে এমন বন্য প্রাণী হিসাবে দেখছি যারা ভাবতে পারে না এবং যারা অস্ত্র দিয়ে নিষ্ঠুর হয়,’ মিয়ানমারের বৃহত্তম শহর ইয়াঙ্গুনের এক মহিলা যিনি এখন এক সপ্তাহের বুট শিবিরের বনে ছিলেন। সশস্ত্র সংগ্রামে যোগ দেওয়া অন্যদের মতো তিনিও মায়ানমারের সেনাবাহিনী হিসাবে পরিচিত তাতমাদো তাকে লক্ষ্যবস্তু করবে এই ভয়ে নিজের নাম প্রকাশ করতে চাননি।‘আমাদেরকে পাল্টা আক্রমণ চালাতে হবে ওদের বিরুদ্ধে’, তিনি বলছিলেন, ‘এটি আক্রমণাত্মক শোনায়, তবে আমি বিশ্বাস করি আমাদের নিজেদের আত্মরক্ষা করতে হবে।’কয়েক সপ্তাহের শান্তিপূর্ণ প্রতিবাদের পরে, ফেব্রুয়ারির ১ম অভ্যুত্থানের বিরুদ্ধে মিয়ানমারের প্রতিরোধের ফ্রন্টলাইন এক ধরণের গেরিলা বাহিনীতে জড়িত হচ্ছে। শহরগুলিতে, প্রতিবাদকারীরা প্রতিবেশীদের সামরিক আক্রমণ থেকে রক্ষা করতে ব্যারিকেড তৈরি করেছে এবং কীভাবে ইন্টারনেটে ধোঁয়া বোমা তৈরি করতে হয় শিখেছে। অরণ্যে, তারা যুদ্ধের মূল কৌশলগুলি প্রশিক্ষণ এবং সামরিক-সংযুক্ত সুবিধাগুলি ব্যাবহারের পরিকল্পনা করছে।"এ এক বিপ্লব!এখানে যা ঘটছে তা এক বিপ্লব। এর বর্ণনার অন্য কোনো উপায় নেই। যুব ও শ্রমিকদের - বা তাদের মধ্যে কমপক্ষে সবচেয়ে উন্নত স্তরগুলির - এই সিদ্ধান্তে পৌঁছেছে যে শাসনের প্রতি একটি সশস্ত্র প্রতিক্রিয়া প্রয়োজন, যে সেটা একেবারে সঠিক। তাদের মূল্য যেই বিপ্লবী বুঝে সে নিশ্চয়ই তাদের সাথে থাকবে। এটা ইতস্থত করার সময় নয়। এই শাসন ব্যবস্থার সাথে আপস করার কোনও অবকাশ নেই। এটি হবার অথবা না হবার প্রশ্ন: হয় জনগণ সিদ্ধান্তকে অবলম্বন করে এই সরকারকে উৎখাত করার জন্য সমস্ত পদক্ষেপ নেবে, অথবা তারা রক্তাক্ত পরিণতি এবং ভয়াবহ পরাজয়ের মুখোমুখি হবে।নিচ থেকে চাপ বাড়ছে। এবং এটি একই নিবন্ধটিকে হাইলাইট করে তা ব্যাখ্যা করে, এখন পর্যন্ত একই বুর্জোয়া উদারপন্থীরা, যারা এ পর্যন্ত জনগণকে প্রতিরক্ষার হাতছাড়া করে রেখেছে, একটি "ফেডারেল আর্মি" গঠনের ডাক দিতে শুরু করেছে, যাতে বিভিন্ন জাতিগত সশস্ত্র সংগঠন অন্তর্ভুক্ত থাকবে:“… একটি ক্রমবর্ধমান স্বীকৃতি বারছে যে এই জাতীয় প্রচেষ্টা [অর্থাত্, শান্তিপূর্ণ প্রতিবাদ] যথেষ্ট নাও হতে পারে, তাতমাডোর [মায়ানমার সেনাবাহিনী] সাথে তার নিজের পদ্ধতি অনুযায়ী লড়াই করা দরকার। গত সপ্তাহে, বহিষ্কৃত সংসদের অবশিষ্টাংশ, যারা নিজেদেরকে বৈধ সরকার বলে মনে করে, বলেছিল যে দেশকে বাঁচাতে একটি ‘বিপ্লব’ দরকার ছিল। তারা একটি সংখ্যাগরিষ্ঠ বামরকে নয়, বিভিন্ন জাতিগত গোষ্ঠীর প্রতি শ্রদ্ধাশীল একটি ফেডারেল সেনা গঠনের আহ্বান জানিয়েছে।”১৪ ই মার্চ, সিআরপিএইচ একটি বিবৃতি প্রকাশ করেছে যাতে তারা জনগণকে ব্যাখ্যা করেছিল যে আইন অনুসারে সহিংসতা থেকে নিজেকে রক্ষা করার অধিকার তাদের রয়েছে, যোগ করেছে:"কমিটি সমস্ত জাতিগত সশস্ত্র বিপ্লবী সংগঠনগুলি আন্তরিকভাবে স্বীকৃতি দেয়, রেকর্ড করে ও অভিনন্দন জানায় যা ফেডারেল গণতান্ত্রিক ইউনিয়ন গঠনের দৃঢ় প্রতিজ্ঞায় ভাই-বোনদের মানসিকতায় একসাথে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।"সিআরপিএইচ আরও জানিয়েছে যে এখন তার উদ্দেশ্য একটি "ফেডারেল গণতান্ত্রিক ইউনিয়ন" প্রতিষ্ঠা করা।সত্যিই বিদ্রূপের বিষয় যে এই একই বুর্জোয়া উদারপন্থীরা সামরিক জান্তার বিরুদ্ধে লড়াইয়ে তাদের সহায়তা করার জন্য সশস্ত্র জাতিগত গোষ্ঠীর দিকে ফিরেছে। আমাদের এটা ভুলে যাওয়া উচিত নয়, যখন জাতিগত সংখ্যালঘুদের উপর বোমা ফেলা হয়েছিল, ধর্ষণ করা হয়েছিল এবং হত্যা করা হয়েছিল; যখন পুরো গ্রামগুলি পুড়ে যাচ্ছিল; হাজার হাজার মানুষ মিয়ানমার থেকে পালিয়ে যাওয়ার সময়; রাখাইনে “জাতিগত নির্মূলকরণের” অভিযান চালিয়ে রোহিঙ্গা জাতিগত সংখ্যালঘু অন্তর্ভুক্ত ৭০০,০০০ মানুষকে বাংলাদেশে নিয়ে এসেছিল; এনএলডি এবং অং সান সু চি (এএসএসকে নামেও পরিচিত) বুর্জোয়া উদারপন্থীরা সামরিক বাহিনীকে সমর্থন করেছিল এবং তাদের পদক্ষেপকে ন্যায়সঙ্গত বলেছিল।এজন্য এনএলডি-র এই ভদ্রমহিলা ও ভদ্রলোকদের বিশ্বাস করা যায় না। তারা অতীতে বিভিন্ন জাতিগত সংখ্যালঘুদের সাথে একটি সমঝোতায় পৌঁছানোর প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু তারা যখন দায়িত্ব পেয়েছিল তখন তারা তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছিল এবং সামরিক বাহিনীর পক্ষ নিয়েছিল। তবে এবার কেন তাদের উপর আস্থা রাখা উচিত?টাইম ম্যাগাজিন ১৯৮৮ সালের অভ্যুত্থানের ৩০ তম বার্ষিকীতে ২০১৮ সালে ফিরে একটি নিবন্ধ প্রকাশ করে, তাতে উল্লেখ করে:“এএপিপি [রাজনৈতিক বন্দিদের সহায়তা সংস্থা - বার্মা] এর মতে মায়ানমারে এখনও ২৪৫ জন রাজনৈতিক বন্দী রয়েছেন, সু-চি-র শাসনে এমনকি মায়ানমারে এখনও ৪৫ জন রাজনৈতিক বন্দি রয়েছেন। এনএলডি - এর অনেক সদস্য প্রাক্তন কয়েদীরা - জান্তার আইনগুলিকে মুক্ত বক্তৃতা এবং সমাবেশ এবং বিদ্রূপ সমালোচকদের নিয়ন্ত্রণ করার অনুমতি অব্যাহত রেখেছে, এবং রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের নিন্দা করতে ব্যর্থ হওয়ার জন্য আন্তর্জাতিক ক্ষোভ প্রকাশ করেছে।"’এনএলডি এমন এক সরকার নয় যে মানবাধিকার এবং যে ধরনের স্বাধীনতার জন্য মানুষ রাস্তায় রাস্তায় প্রতিবাদ জানিয়েছিল, তাকে সম্মান করে,’ "লন্ডন ভিত্তিক রাইটস অ্যাডভোকেসি এনজিও, বার্মা ক্যাম্পেইন ইউ.কে.-এর পরিচালক মার্ক ফারম্যানার বলেছেন। ‘এনএলডি-নেতৃত্বাধীন সরকার অতীতের অন্যায়গুলি সংশোধন করতে একেবারেই আগ্রহী নয়।‘”কাজেই শ্রমিক ও যুবক, কৃষক, জাতিগত সংখ্যালঘুদের বুর্জোয়া উদারপন্থীদের উপর আস্থা রাখা উচিত নয়। আজ তারা আপনার বন্ধু হওয়ার ভান করে তবে আগামীকাল তারা আপনাকে বিশ্বাসঘাতকতা করবে। তারা মিয়ানমারের শ্রমজীবী মানুষের স্বার্থ রক্ষা করে না। তাদের ভূমিকা হ’ল ধনী ব্যক্তিদের সম্পত্তি অন্য যে কোনও উদ্বেগের জন্য সংরক্ষণ করা। এই জন্যই তারা সেনাবাহিনীর সাথে শুরুতে সমঝোতা করেছিল।কোনও শ্রেণি আপস নয়: একটি সশস্ত্র শ্রমিকদের অভ্যুত্থানের উৎসর্গেমিয়ানমারের শ্রমজীবী মানুষেরা কেবল তাদের নিজস্ব বাহিনীর উপর নির্ভর করতে পারেন। রাস্তায় প্রতিদিন দেখা যায়, সাহসী মিয়ানমার জনগণের মধ্যে রয়েছে বিপুল বিপ্লবের সম্ভাবনা। সাধারণ ধর্মঘটসহ শক্তিশালী আন্দোলন হয়েছে। এমনকি কিছু কিছু পুলিশ কর্মকর্তা তাদের নিজের লোককে গুলি করার চেয়ে ভারতে প্রস্থান ও পালিয়ে যাওয়ার ঘটনাও ঘটেছে। কিন্তু বিপ্লবী সম্ভাব্য জনগণের দ্বারা ক্ষমতা গ্রহণের সফল বিপ্লবী হওয়ার জন্য, যা দরকার তা হ’ল একটি গণকর্মী বিপ্লবী দল যা এই সরকারকে সফলভাবে উৎখাত করতে পারবে। এমন সমস্ত বাহিনীকে একত্রিত করতে সক্ষম এই জাতীয় পার্টি আজ সশস্ত্র পদক্ষেপ সহ বিপ্লবী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাতো।মিয়ানমার সেনাবাহিনী কর্তৃক ৫ শতাধিক বিক্ষোভকারী নিহত হওয়ার পরে তাদের মধ্যে ছোট বাচ্চারাও সেনাবাহিনীর সাথে সমঝোতার কোন জায়গা রাখেনি। যা প্রয়োজন তা হ’ল সামরিক সন্ত্রাসের সশস্ত্র প্রতিক্রিয়া। প্রশ্নটি হ’ল: কি ধরণের সশস্ত্র প্রতিক্রিয়া?১৯০৫ সালে জার ইম্পেরিয়াল গার্ড নিরস্ত্র শ্রমিকদের উপর গুলি চালানোর পরে, "রক্তাক্ত সানডে", (রবিবার, ২২ জানুয়ারী) নামে পরিচিত হিসাবে আরও প্রায় ২,০০০ আহত হওয়ার পরে, লেনিন ১৯০৫ সালে রাশিয়ার শ্রমিক ও যুবকদের জন্য এখানে কিছু ভালো পরামর্শ দিয়েছিলেন (রবিবার ২২ জানুয়ারী, ১৯০৫) সেন্ট পিটার্সবার্গে। সেই দিনের পূর্বের মেজাজটি ছিল শান্তিপূর্ণ প্রতিবাদের অন্যতম এবং জারকে আর্জি জানাতে চেয়েছিল। গণহত্যার পরে, সেই মেজাজ রাতারাতি বদলে যায়, অস্ত্র দিয়ে লড়াই এর চেতনায় বদলে যায়। তাদের ক্রোধ অবর্ণনীয় ছিল।লেনিন কথা নিয়ে খেলেনি। তিনি “শান্তিপূর্ণ প্রতিবাদ” করার কথা বলেননি। না, শান্তিপূর্ণ প্রতিবাদের সময় শেষ হয়ে গিয়েছিল এবং তিনি এটি লিখেছিলেন:“তাদের যথাসম্ভব নিজেদেরকে শসস্ত্র করতে হবে (রাইফেল, রিভলবার, বোমা, ছুরি, নাকল-ডাস্টার, লাঠি, আগুন, কাপড় দিয়ে অগ্নিক্ষেপ করার জন্য কেরোসিনে ভিজিয়ে রাখা, দড়ি বা দড়ি মই, ব্যারিকেডস, পাইকারক্সিলিন কার্তুজ, কাঁটাতার, নেইলস [অশ্বারোহী বিরুদ্ধে], ইত্যাদি, ইত্যাদি)। কোনও অবস্থাতেই তাদের বাইরে থেকে অন্য উত্সগুলির সাহায্যের জন্য অপেক্ষা করা উচিত নয়; তাদের নিজেই সব কিছু সংগ্রহ করতে হবে।”লেনিন তাঁর ১৯০৫ সালের নিবন্ধ, বিপ্লবী সেনা কন্টিজেন্টস এর কার্যগুলিতে এটি লিখেছিলেন এবং আমি আজ মায়ানমারের যে কোনও চিন্তাশীল যুবককে পুরো লেখাটি পড়ার পরামর্শ দেব।আমাদের এও মনে রাখা উচিত, অতীতে মিয়ানমারের যুবকদের সর্বাধিক বিপ্লবী স্তরগুলিও একই সিদ্ধান্তে পৌঁছেছিল। ১৯৮৮ সালের আন্দোলনে নৃশংস সামরিক অভিযানের পরে, অনেক শিক্ষার্থী নগর ত্যাগ করে সীমান্তবর্তী অঞ্চলের জঙ্গলে জাতিগত সশস্ত্র দলগুলির কাছ থেকে প্রশিক্ষণ নিতে, বা প্রতিবেশী থাইল্যান্ডে যায়। অল-বার্মা ডেমোক্র্যাটিক স্টুডেন্টস ফ্রন্ট অস্ত্র হাতে নিয়েছিল এবং কয়েক দশক ধরে সশস্ত্র লড়াইয়ের আয়োজন করেছিল, কিন্তু তারা সামরিক সরকারকে উৎখাত করার প্রয়াসে ব্যর্থ হয়েছিল এবং তাদের সাথে বিশ্বাসঘাতকতা হয়েছিল ও তাদেরকে পিষ্ট করা হয়েছিল, কেননা যুদ্ধের মাঠে অত্যন্ত কঠিন পরিস্থিতি ছিল। রোগ, সরবরাহ ঘাটতি এবং অপ্রতুল অস্ত্র।অতএব, বর্তমান পরিস্থিতিতে বিকল্প ফেডারেল সেনা তৈরির ধারণাটি হ’ল এক ধাপ আগানো। এতে মিয়ানমার সমাজের সমস্ত নিপীড়িত স্তর আনতে হবে, যারা জনগণের সিংহভাগ সংখ্যাগরিষ্ঠ। জাতিগত সংখ্যালঘুরা কয়েক দশক ধরে নিপীড়িত ছিল এবং তাদের মধ্যে কিছু কেন্দ্রীয় কর্তৃপক্ষের বিরুদ্ধে গেরিলা যুদ্ধে জড়িত ছিল। বৃহত্তর স্বায়ত্তশাসনের জন্য তাদের দাবিকে প্রতিবাদ আন্দোলনের দ্বারা স্বীকৃতি দেওয়া উচিত, এবং সামরিক বাহিনী সচেতনভাবে প্রচারিত অবিশ্বাসের বছরগুলি কাটিয়ে ওঠার উপায় হিসাবে বামার কর্মীদের দ্বারা স্ব-সংকল্পের অধিকার বাড়াতে হবে।গ্রামাঞ্চলের কৃষকরা সামরিক ও বহুজাতিক কর্পোরেশন উভয়ই জমি দখলের বিরুদ্ধে চলমান লড়াইয়ে জড়িত ছিল। কৃষকদের এই ধরনের সেনাবাহিনীতে যোগদানের প্রতিটি কারণ রয়েছে এবং তারা শহরগুলিতে আন্দোলনকে সমর্থন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। এর অর্থ কৃষকদের নিজস্ব জমিতে নিয়ন্ত্রণের অধিকার স্বীকৃতি দেওয়া।আমাদের নিজেদের জিজ্ঞাসা করতে হবে, তবে এই জাতীয় ফেডারেল সেনাবাহিনীর সামগ্রিক লক্ষ্য কী হবে? এটি কেবল সামরিক বাহিনী সরিয়ে এবং এনএলডি এবং এএসকেকে অফিসে ফিরিয়ে দেওয়ার মধ্যে সীমাবদ্ধ রাখতে পারে? যদি তা হয় তবে এই আন্দোলনটি কেবল বুর্জোয়া উদারপন্থীদের দ্বারা আবার বিশ্বাসঘাতকতার প্রত্যাশা করতে পারে। এই লোকেরা দুই নৌকায় পা দিয়ে আছে; একদিকে যেমন সেনাবাহিনী অপসারণের তীব্র বাসনা দেখায় এবং অন্যদিকে ধনী শ্রেণির চাপ সামলায়, বিদেশী এবং গার্হস্থ্য, যারা তাদের সিস্টেমের ধারাবাহিকতার গ্যারান্টি দিতে চায়।মুল বক্তব্যটি হ’ল আপনি দুটি মালিক টিকিয়ে রাখতে পারবেন না। শ্রমিক ও কৃষকদের স্বার্থ কারখানার মালিকদের মতো নয়। এই পরিস্থিতিতে যে কোনও শ্রেণির সমঝোতায় নীচের অংশের লোকেরা হারবে। হ্যাঁ, তারা জেনারেলদের ক্ষমতা থেকে সাময়িকভাবে অপসারণে সাময়িকভাবে সফল হতে পারে, তবে তারা কি সেনা অফিসারদের বাজেয়াপ্ত করতে এগিয়ে যাবে? আমরা ভুলে যাব না যে সামরিক অফিসার জাতিটিও মিয়ানমার পুঁজিবাদী শ্রেণির একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। তারা কি সমস্ত আধিকারিককে নির্মূল করবে এবং সেনাবাহিনীর যন্ত্রপাতি বিদ্যমান রয়েছে তা পুরোহিত ধ্বংস করে দেবে? যখন তারা অফিসে সর্বশেষ ছিল তারা এগুলি করেনি। না, আপনি এই লোকদের কাছ থেকে যা আশা করতে পারেন তা হ’ল আরেকটি বিশ্বাসঘাতকতা।যা দরকার তা হ’ল মিয়ানমার শ্রমিক শ্রেণির একটি স্বাধীন সংস্থা। শ্রমিকদের ইতিমধ্যে ট্রেড ইউনিয়ন রয়েছে, তবে দুর্ভাগ্যক্রমে, এগুলি বেশিরভাগ আমলাদের নেতৃত্বে যাঁরা এনএলডি-র হাতে হাত পা বেঁধে রেখেছে, অর্থাত্ পুঁজিবাদী শ্রেণির রাজনৈতিক অভিব্যক্তিতে: কারখানার মালিকরা, যারা প্রতিদিন শ্রমিকদের উপর অত্যাচার করে। পোশাক শ্রমিক ইউনিয়নের মতো কিছু ট্রেড ইউনিয়ন নেতা আরও সামরিক হয়ে উঠে এসেছিল, তবে ট্রেড ইউনিয়নের নেতাদের বেশিরভাগই তখন পদক্ষেপ নিয়েছিল যখন কর্মীরা তাদের উপর চাপ সৃষ্টি করতে শুরু করেছিল।এই তথাকথিত "নেতারা" জাতিসংঘ এবং এমনকি যুক্তরাষ্ট্রে আপিল জারি করেছেন এবং "পশ্চিমা গণতন্ত্র" পরিস্থিতি রক্ষা করতে চলেছে এমন মরীচিকা ছড়িয়ে দিয়েছে। মিয়ানমার সম্পর্কিত আমাদের পূর্ববর্তী নিবন্ধে আমরা ব্যাখ্যা করেছি যে "সামরিক শাসনের শীর্ষে কয়েকজন ব্যক্তির উপর নিন্দা ও কয়েকটি নিষেধাজ্ঞার বাইরেও মার্কিন যুক্তরাষ্ট্র মিয়ানমারে কোনও সামরিক বাহিনী প্রেরণ করবে না।" এই শব্দগুলির সত্যের তিক্ত পাঠটি মানুষকে শিখতে হয়েছে।সর্বাত্মক বর্ধিত সাধারণ ধর্মঘটযা প্রয়োজন তা হ’ল শ্রেনী-শ্রেণি পদ্ধতিতে সামরিক জান্তা নামিয়ে আনার সর্বাত্মক সংগ্রাম। তার মানে সর্বাত্মক সাধারণ আন্দোলনের আয়োজন করা। বেশ কয়েকটি সাধারণ ধর্মঘট হয়েছে যেগুলি মিয়ানমারে শ্রমিকদের জনগণের মধ্যে এই ধরনের পদক্ষেপের বিশাল সমর্থন প্রকাশ করেছে, তবে এইরকম পরিস্থিতিতে আংশিক এক-দুই দিনের সাধারণ ধর্মঘট যথেষ্ট নয়। যা প্রয়োজন তা হ’ল অর্থনীতির মোট শাট ডাউন, সর্বাত্মক বর্ধিত সাধারণ ধর্মঘট।শ্রমিকরা এই কাজ করার ক্ষমতা রাখে। তারা সমস্ত রেল ও সড়ক পরিবহন অবরুদ্ধ করতে পারে; তারা বন্দরগুলি অবরুদ্ধ করতে পারে; তারা বিদ্যুৎ সরবরাহ এবং জ্বালানি বিতরণ বন্ধ করে দিতে পারে এবং এই জাতীয় পদ্ধতিতে তারা সেনাবাহিনীকেই পঙ্গু করতে পারে। প্রশাসনের সমস্ত কেন্দ্র দখল করে সমস্ত কর্মস্থল এবং স্কুল এবং বিশ্ববিদ্যালয় দখল এবং এই জাতীয় সাধারণ আন্দোলনের পাশাপাশি হতে হবে। যদি মিয়ানমারের প্রতিটি কোণে, প্রতিটি রাজ্যে, প্রতিটি শহরে, প্রতিটি গ্রামে, সমস্ত শ্রমজীবী, বামার এবং সমস্ত জাতিগত সংখ্যালঘুদের একত্রিত হতে পারে, তবে পুরো সেনাবাহিনীর এদের দমন করার মতো পর্যাপ্ত বাহিনী থাকবেনা।এ জাতীয় সাধারণ ধর্মঘট সফল হওয়ার জন্য প্রতিটি কর্মস্থলে হরতাল কমিটি এবং নগরীর সমস্ত পাড়া ও গ্রামে পাড়া কমিটি নির্বাচন করা দরকার। এই সংস্থাগুলি স্থানীয়ভাবে বিষয়গুলি পরিচালনা করতে পারে। পরিবর্তে, এই কমিটিগুলির একটি জাতীয় কমিটির মধ্যে সমন্বয় প্রয়োজন, যা দেশের শ্রমিকদের এবং কৃষকদের ক্ষমতার অভিব্যক্তিতে পরিণত হবে। এটি জনগণকে একটি বার্তা দেবে যে এখন একটি প্রকৃত বিপ্লবী নেতৃত্ব রয়েছে, জনগণ নিজেই নির্বাচিত এবং নিয়ন্ত্রিত করছে।তবে এই সমস্ত কিছুর জনগণের গণ সশস্ত্র বিদ্রোহ সংগঠনের সুস্পষ্ট লক্ষ্য থাকা দরকার। এ কারণেই আন্দোলন কমিটিগুলির নিয়ন্ত্রণাধীন একটি সশস্ত্র শ্রমিকের স্ব-প্রতিরক্ষা বাহিনী - একটি শ্রমিকের মিলিশিয়া – গঠন করা আন্দোলনের আগে জরুরি কাজ। মিয়ানমারের বুর্জোয়া উদারপন্থী এমনকি পশ্চিমের সাম্রাজ্যবাদী দেশগুলির সরকার সহ অনেকেই বলছেন যে এই সামরিক জান্তার পদক্ষেপগুলি অপরাধমূলক। ঠিক আছে, যদি তাদের কাজগুলি সত্যই অপরাধমূলক হয়, তবে এই অপরাধীদের বিরুদ্ধে লড়াই করার জন্য জনগণের কাছে অস্ত্রের সন্ধান করার প্রতিটি যুক্তি রয়েছে।মিয়ানমারের শ্রমিক সংগঠনগুলিকে অন্য দেশের শ্রমিক সংগঠনগুলির কাছে আনুষ্ঠানিক রেজোলিউশন আকারে বা প্রতিবাদের কথায় নয়, বরং কড়া পদক্ষেপে সাহায্যের জন্য আবেদন করা উচিত। মিয়ানমারের অভ্যন্তরে সর্বাত্মক সাধারণ আন্দোলনের সাথে মিলিতভাবে আন্তর্জাতিক শ্রমিকদের দেশ বয়চত্ত করা উচিত। উপরে বর্ণিত আমাদের পূর্ববর্তী নিবন্ধে আমরা অতীতে শ্রমিক বয়চত্তের উদাহরণ দিয়েছি। মিয়ানমারে শ্রমিক সংগঠনগুলি যদি এই ধরনের পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায় তবে এই ধরনের বয়চত্তের প্রচার প্রচুর পরিমাণে উত্সাহ পাবে।অন্যান্য দেশের শ্রমিকদের আন্দোলনও মায়ানমারের কর্মী ও যুবকদের এই বর্বর শাসনের বিরুদ্ধে লড়াই করার জন্য, প্রয়োজনীয় অস্ত্র পেতে সহায়তা করার জন্য তহবিল সংগ্রহের জন্য সচেতনভাবে সংগঠিত করা উচিত। ১৯৩০ এর দশকে স্পেনে আমাদের ঐতিহাসিক নজির রয়েছে। ফ্রাঙ্কো যখন তাঁর অভ্যুত্থানের আয়োজন করেছিল, তখন শ্রমিক ও কৃষকরা অস্ত্র হাতে উঠে ফ্যাসিবাদীদের সাথে লড়াই করেছিল। এবং ইউরোপ এবং এর বাইরেও শ্রমিকরা তাদের স্পেনীয় ভাইবোনদের সাহায্যে এসেছিল এবং তাদের প্রয়োজনীয় বন্দুকগুলি সংগ্রহ করতে সহায়তা করেছিল। স্প্যানিশ শ্রমিক ও কৃষকরা অবশেষে পরাজয়ের জন্য নেমে এসেছিল এই কারণটি শ্রমিক নেতাদের ভুল নীতি এবং কর্মসূচীর কারণে হয়েছিল, যারা বুর্জোয়া উদারপন্থীদের উপর বিশ্বাসঘাতক ভূমিকা পালন করেছিল, তারা ঠিক বিশ্বাস করেছিল। তবে মূল বক্তব্যটি হ’ল স্পেনের বিপ্লবকে সহায়তা করার জন্য অন্যান্য দেশের শ্রমিকরা তাদের যথাসাধ্য চেষ্টা করেছিল। এটিই আজ প্রয়োজন।যদি সশস্ত্র বিদ্রোহের সিদ্ধান্ত নেওয়ার লক্ষ্যে সর্বাত্মক সাধারণ ধর্মঘট সংগঠিত করা হয়, তা পুলিশ এবং সেনাবাহিনীকেও একটি স্পষ্ট বার্তা দেবে। আমরা দেখেছি কিছু পুলিশ কর্মকর্তা তাদের নিজের লোকদের উপর গুলি চালানো এড়াতে ভারতে পালাচ্ছে। তবে যা প্রয়োজন তা হ’ল সীমান্ত পেরোন নয়, বন্দুক নিয়ে আন্দোলনে যাওয়া। উপরের গার্ডিয়ানের নিবন্ধটি যেভাবে উল্লেখ করেছে, যে "একটি সফল সশস্ত্র প্রতিরোধের জন্য সম্ভবত তাদের সামরিক বাহিনী বা পুলিশ ইউনিটগুলির অপসারণের প্রয়োজন হবে যারা তাদের অস্ত্র নিয়ে আসবে..."সুসংহত শ্রমিক শ্রেণীর একটি সুস্পষ্ট নেতৃত্ব সামরিক বাহিনী এবং পুলিশ বিভাগের পদক্ষেপগুলি ভেঙে এবং তাদের নিজস্ব কর্মকর্তাদের বিরুদ্ধে আসার সম্ভাবনাকে বাস্তবে রূপান্তরিত করতে পারে। এই আন্দোলনের পক্ষে ভারসাম্য রক্ষার জন্য এবং মিয়ানমার জনগণ যে দুঃস্বপ্নের মুখোমুখি হচ্ছে তার থেকে বাঁচার জন্য একমাত্র উপায় হিসাবে শ্রমিক শ্রেণীর সশস্ত্র হওয়ার প্রক্রিয়া শুরু করতে হবে।সর্বাত্মক সাধারণ ধর্মঘটের জন্য!একটি সশস্ত্র কর্মীদের প্রতিরক্ষা বাহিনীর জন্য!জান্তা উৎখাত করার জন্য একটি সশস্ত্র জনগণের বিদ্রোহ প্রস্তুত করুন!