বাংলাদেশঃ ছাত্র আন্দোলনের জোয়ার- কোনদিকে আগাচ্ছে? শেখ হাসিনার সরকারের পৈশাচিক নিপীড়নের পরও বাংলাদেশের শিক্ষার্থীদের সাহসী আন্দোলন চলছে। শত শত মানুষ নিহত হয়েছে। আহত হয়েছে আরো অনেকে। দুর্বল আকারে হলেও কারফিউ চলছে; ইন্টারনেট সংযোগ পুনরায় চালু হলেও ম্যাসেজিং সেবা এবং সোশাল মিডিয়া এখনো বন্ধ রয়েছে (শেষ খবর পাওয়া পর্যন্ত, যখন এটি লেখা হচ্ছে, সরকার থেকে ঘোষণা এসেছে সোসাল মিডিয়া খুলে দেয়া হবে)। সরকার কোটা সংস্কার আন্দোলনের ৬ জন সমন্বয়ককে গ্রেফতার করেছে এবং চাপের মুখে তাদের দিয়ে এই বিবৃতি তৈরি করেছে যে, ছাত্রদের আন্দোলন সমাপ্ত। এই পরিস্থিতি সত্ত্বেও ২৯ শে জুলাই ঢাকা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট সহ সারা দেশে শিক্ষার্থীরা আন্দোলনে অংশ নিয়েছে। তারা আবারো নিপীড়ন ও গ্রেফতারের শিকার হয়েছে।
বস্তুবাদী দ্বান্দিকতার অ আ ক খ দ্বান্দিকতা কোনো কল্পকাহিনী বা অতীন্দ্রিয়বাদী বিষয় নয়। এটি আমাদের চিন্তনপ্রক্রিয়ার বিজ্ঞান যা আমাদের দৈনন্দিন জীবন নিয়েই সীমাবদ্ধ নয় কেবল, বরং তার থেকেও জটিল ও বিস্তীর্ণ বিষয় নিয়ে বোঝাপড়া করাই এর কাজ। দ্বান্দিকতা এবং প্রচলিত যুক্তিবিদ্যার মধ্যকার সম্পর্ক অনেকটা সাধারণ গণিত ও উচ্চতর গণিতের মধ্যকার সম্পর্কের মত।
পরিবারের উদ্ভব এই লেখাটি ১৯৯৫ সনের ২৮শে জুলাই প্রকাশিত হয়েছিল সোসালিস্ট এপীল পত্রিকায়, ফ্রেদরিখ এঙ্গেলসের মৃত্যুর শতবার্ষিকী উপলক্ষ্যে। প্রবন্ধটি লিখেছিলেন ইন্টারন্যাশনাল মার্ক্সিস্ট টেন্ডেন্সির ব্রিটেন শাখা’র দুই কমরেড ম্যারি হ্যানসন এবং রব সোয়েল। বর্তমানে প্রবন্ধটি ভাষান্তর করেছেন মাশিয়াত জাহিন।